শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | TMC: মমতার মন্তব্যে বাংলায় বিজেপি বিরোধী জোট নিয়ে প্রশ্ন উঠে গেল, কী বলছে কং, বাম?

Riya Patra | ২৯ ডিসেম্বর ২০২৩ ০৫ : ৪৩Riya Patra


বিভাস ভট্টাচার্য 
 লোকসভা নির্বাচনে এরাজ্যে কি আদৌ বিজেপি বিরোধী কোনও জোট হওয়ার সম্ভাবনা আছে? নাকি বিজেপির বিরুদ্ধে "একলা চলো" নীতি নেবে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগণার তৃণমূলের একটি মঞ্চ থেকে দলনেত্রী মমতা ব্যানার্জির একটি বক্তব্যের পর এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। 
মমতা এদিন বলেন, বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে। বাংলা সারা ভারতকে পথ দেখাবে। জোট সারা ভারতে থাকবে। একইসঙ্গে তিনি বলেন, বিজেপি এবং সিপিএমকে ভোট নয়। 
সদ্য হয়েছে দিল্লিতে দেশে বিজেপি বিরোধী জোট আইএনডিআইএ"র (ইন্ডিয়া) সভা। যেখানে বৈঠকে অভিষেক ব্যানার্জিকে সঙ্গে নিয়ে যোগ দিয়েছিলেন মমতা। ছিলেন সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, নীতিশ কুমার, লালুপ্রসাদের মতো হেভিওয়েট নেতারাও। বৈঠকে আলোচনাও হয়েছিল দলবদ্ধভাবে দেশে বিজেপি বিরোধী প্রচার করার দিকটি। একইসঙ্গে ঠিক হয় রাজ্যে রাজ্যে আসন রফার বিষয়টি ৩১ ডিসেম্বরের মধ্যে সেরে ফেলতে হবে। যদিও বছর শেষ হতে আর দিনকয়েক বাকি থাকলেও এই গুরুত্বপূর্ণ বিষয়টি অন্তত এরাজ্যে কোনও ঠিক হয়নি বলেই জানা গিয়েছে। 
এর পাশাপাশি আরও যে বিষয়টি নিয়ে চর্চা হয়েছে সেটি হল ইন্ডিয়া জোটে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দেওয়া হলেও রাজ্যে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের নেতারা কিন্তু পরস্পর পরস্পরকে আক্রমণ করা থেকে মোটেই বিরত থাকছেন না। সেই হিসেবে বৃহস্পতিবারের বারবেলায় তৃণমূল সুপ্রিমোর এহেন বক্তব্য স্বাভাবিকভাবেই প্রশ্নটা খুঁচিয়ে তুলেছে আদৌ ইন্ডিয়া জোটের কোনও প্রতিফলন এরাজ্যে হবে কি না। 
এবিষয়ে কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য বলেন, "একটা কথা যখন শুরুই হয়েছে তখন সেটা শেষ না হওয়া পর্যন্ত কোনও মন্তব্য করা উচিত হয়নি। পশ্চিমবঙ্গটা ভারতের বাইরে নয়। ইন্ডিয়া জোট যদি করতেই হয় তবে দু"একটা রাজ্যকে বাদ দিয়ে জোট হবে সেটা ভাবাটা অনুচিত।" 
রাজ্য সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য বলেন, "আমরা মনে করি বিজেপি এবং তৃণমূল সমার্থক। একজন জিতলে আরেকজনের লাভ।" স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যদি তাই হয় তবে সিপিএম বা বামেরা কেন তৃণমূলের সঙ্গে ইন্ডিয়া জোটের আলোচনায় অংশগ্রহণ করছে? 
তন্ময় বলেন, "ইন্ডিয়া কোনও রাজনৈতিক জোট নয়। ওটা একটা মঞ্চ। যে মঞ্চে বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে আহ্বান জানানো হয়েছে। মমতা ব্যানার্জি নিজেকে বিজেপি বিরোধী প্রমাণ করার জন্য সেখানে গেছেন।"




বিশেষ খবর

নানান খবর

former-indian-prime-minister-manmohan-singh-passes-away-at-92-gnr

নানান খবর

প্রথম থেকে পঞ্চম শ্রেণীর পরীক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন, একাধিক রদবদলের কথা জানাল প্রাথমিক শিক্ষা পর্যদ...

নাগাল মিলছে না জিনাতের, পুরুলিয়ার মানুষ শিউরে উঠছেন ২০১৫-এর কথা মনে করে ...

নেই চিকিৎসক, কম্পাউন্ডারই রোগী দেখেন সাহেবখালি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ...

কীরকম ছিল সুলতানি আমলের স্নানাগার? উত্তর পেতে যেতে হবে মালদায়...

অনুপ্রবেশ হতে পারে সীমান্তের এই ১০টি গ্রাম দিয়ে, আশঙ্কায় মুড়ে দেওয়া হল সিসিটিভি ক্যামেরায়...

অভিষেক ব্যানার্জির নাম করে কালনার পুর-চেয়ারম্যানকে ফোনে হুমকি! ৫ লাখ দাবি, গ্রেফতার ৩ ...

কেমন আছেন স্নাতকোত্তর চিকিৎসকরা? খোঁজ নিতে হাসপাতালে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি ...

নিজের বন্দুক দিয়ে মাথায় গুলি করে আত্মঘাতী বিএসএফ জওয়ান, মাথাভাঙার ঘটনা...

বর্ষ শেষে দু'দিন বন্ধ থাকবে যশোর রোড, ভোগান্তির আশঙ্কা...

মুর্শিদাবাদে রেল লাইনে 'নাশকতার' ছক! ধৃত ২ যুবক ...

বড়দিনের রাতে বেপরোয়া গাড়ি, দোকান ভেঙে পরপর ধাক্কা বাইক-সাইকেলে, গতির বলি দুই...

আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরতে ফ্যাশন শো,  র‍্যাম্পে হাঁটলেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি...

বড়দিনে ছাড়িয়ে গেল এবছরের সব রেকর্ড, আলিপুর থেকে দার্জিলিংয়ের চিড়িয়াখানা, কত ভিড় হল জানেন?...

বড়দিনে ঘরে মোবাইল ফোনের সঙ্গে নয়, সময় কাটুক মাঠে ,অভিনব উদ্যোগ তৃণমূল বিধায়কের ...

অশান্তি-উত্তেজনার মাঝেই বড়দিনের শুভেচ্ছা বিনিময় ভারত-বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর...



সোশ্যাল মিডিয়া



12 23